শাহরুখের মোবাইলটির দাম যত টাকা

নিউজ ডেস্ক: অনেকেই জানতে চান বিখ্যাত সেলিব্রিটিরা কোন ফোন ব্যবহার করেন। শাহরুখ খান কোন ফোন ব্যবহার করেন তা জানা গেছে। এপ্রিল মাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় এই ফোনটিও ছিল। SRK অর্থাৎ শাহরুখ খানকে বলিউডের কিং হিসেবে বিবেচনা করা হয়। তার ফ্যান ফলোয়ারও কোটি কোটি। অভিনয় ও স্টাইলের কারণে বিদেশেও শাহরুখ খানের প্রচুর ভক্ত রয়েছে। কিন্তু, আপনি কি জানেন তিনি কোন স্মার্টফোন ব্যবহার করেন? তার একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানা গেছে। আসলে, তিনি বলিউডে ৩০ বছর পূর্ণ করার একটি সেলফি শেয়ার করেছেন। যা মানুষ পছন্দ করছে। এই সেলফির মাধ্যমেই মানুষ তার স্মার্টফোন সম্পর্কে তথ্য পেয়েছে। শাহরুখ খান যে স্মার্টফোনটি ব্যবহার করেন তা এপ্রিল মাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া শীর্ষ ৫ স্মার্টফোনগুলির মধ্যে একটি ছিল। তিনি গত বছর এইরকম আরো অনেক খবর পেতে এখানে ক্লিক করুন। লঞ্চ হওয়া Apple iPhone 13 Pro Max ব্যবহার করেন। এই ফোনটি ভারতে ১,২৯,৯০০ টাকায় পেশ করা হয়েছিল। এখনও অ্যাপলের এই স্মার্টফোনের দাম একই। উল্লেখ্য যে বেশিরভাগ তারকা এবং সেলিব্রিটিরা অ্যাপলের স্মার্টফোন ব্যবহার করেন ...