পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করল সরকার

 



পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করেছে সরকার। সোমবার ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচলের এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (সোমবার) ভোর ৬টা থেকে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

শনিবার পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বসাধারণের চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেওয়া হয় আজ ভোর ৬টা থেকে। তবে প্রথমে সেতু পার হওয়ার প্রবণতায় গতকাল রাত থেকেই হাজার হাজার মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন সেতুর মাওয়া প্রান্তে জড়ো হতে থাকে।

Comments

Popular posts from this blog

দেশে আপওয়ার্ক বন্ধ নিয়ে বিতর্ক

সরাইলে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘ভারত-বাংলাদেশ মৈত্রী কালীকচ্ছ সম্মিলনী’