আপওয়ার্ক দেশের অনেকেই ফ্রিল্যান্সার অনলাইন মার্কেটপ্লেস আপওয়ার্কে কাজ করেন। কিন্তু গতকাল বুধবার থেকেই যুক্তরাষ্ট্রভিত্তিক ওই সাইটে ঢুকতে পারছিলেন না দেশের ফ্রিল্যান্সাররা। অনেকেই ভেবেছিলেন, আপওয়ার্কের কারিগরি ত্রুটির https://www.youtube.com/channel/UCmbMAry774-xk67InKUwq-Q কারণে তা হয়েছে। কিন্তু পরে আপওয়ার্ক কর্তৃপক্ষ জানায়, তাদের কোনো কারিগরি সমস্যা হয়নি। এটা স্থানীয় আইএসপি সমস্যার কারণে হয়েছে। স্থানীয় নেটওয়ার্কে তাদের ওয়েবসাইটটি ব্লক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাইট স্বাভাবিক হয়েছে। আপওয়ার্কের সূত্রে জানা যায়, আরকে rk (.) com নামে একটি অ্যাডাল্ট সাইট ব্লক করতে গিয়ে যেসব ওয়েবসাইটের অ্যাড্রেসের শেষে rk (.) com আছে, এমন সব সাইট (যেমন, upwork.com, wework.com, artwork.com, network.com, ইত্যাদি) ব্লক হয়ে করে ফেলা হয়েছে। বাংলাদেশ টেলিকম অধিদপ্তর আপওয়ার্ক বা এ ধরনের কোনো সাইট বন্ধ করা হয়নি বলে জানায়। বিষয়টি বাংলাদেশের ফ্রিল্যান্সিং কমিউনিটিতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে লোচনা শুরু করেন। ফ্রিল্যান্সার তারেক মাহমুদ বল...
Comments
Post a Comment