Posts

Showing posts from 2019

ছাদকৃষি ভালো তবে আছে কিছু ঝুঁকি

Image
চট্টগ্রামের একটি ছাদবাগান। কখনো কখনো মানুষের সৃষ্ট বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগের চেয়ে আরও বেশি ভয়াবহ হতে দেখা যায়। সামাজিক অজ্ঞতা, অসাবধানতা, অনুপযুক্ত কৌশল এবং সঠিক কারিগরি দক্ষতার অভাবে দেশকে গত কয়েক দশকে বেশ কিছু জাতীয় দুর্যোগের সম্মুখীন হতে হয়েছে, যা যথাযথ সঠিক ব্যবস্থার মাধ্যমে প্রতিরোধ করা যেত। ছাদ থেকে পানি নিষ্কাশন পথটি বন্ধ হয়ে গিয়ে বৃষ্টির পানি ছাদে জমার কারণে ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের টিভিকক্ষের ছাদ ধসের ঘটনায় ৩৯ জনকে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল। অপর্যাপ্ত নিরাপত্তার কারণে ২০১২ সালে তাজরীন ফ্যাশন গার্মেন্টসে <script data-ad-client="ca-pub-3414760795765552" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১১৭ জনের প্রাণহানি ঘটে। ২০১৩ সালে অনুপযুক্ত নকশা ও নির্মাণকৌশলের ফলে রানা প্লাজা ধসে গিয়ে ১ হাজার ১৩৪ জনের প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটে। এগুলো আমাদের দেশের জীবনের কয়েকটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক ঘটনামাত্র। সময়োপযোগী সতর্কবাণী, সঠিক ও অভিজ্ঞ কারিগ...

লক্ষ্মীপুর বিআরটিএ কার্যালয়ে দুর্নীতির প্রমাণ পেল দুদক

Image
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর বিআরটিএ কার্যালয়ের নানা অনিয়ম ও দুর্নীতির ঘটনার তদন্তে মাঠে নেমেছে দুদক। দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় (আজ) মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরে https://youtu.be/AFW8cMXutJ0 অভিযান পরিচালনা করে ওই কার্যালয়ে দুর্নীতি হচ্ছে এমন অভিযোগের সত্যতা পায় দুদক।   দুদক নোয়াখালী আঞ্চলিক সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক সোবেল আহমেদের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করেন। সোবেল আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, লক্ষ্মীপুর বিআরটিএ কার্যালয়ের বিভিন্ন অনিয়মের তদন্তে এসে সত্যতা পাওয়া গেছে।গ্রাহক হয়রাণি বন্ধে বিআরটিএ কার্যালয়ের সহকারি পরিচালক আনোয়ার হোসেনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরণের কাছ থেকে বিরত থাকাসহ গ্রাহক হয়রানি হবে না বলে মুচলেকা দেন বিআরটিএ’র ওই কর্মকর্তা। এছাড়া দালাল ও টাকা ছাড়া সেবা না পাওয়ার প্রমাণ পেয়ে অফিস সহকারি মাহবুবকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।যা উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হবে বলে জানান দুদকের এ কর্মকর্তা।  

মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা আটক

Image
ফরিদপুর প্রতিনিধি: প্রতীকী ছবি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিজের মেয়েকে (১৫) ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা শহিদুল ফকিরকে (৪৫) আটক করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা তার স্বামীকে আসামি করে ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত বাবা শহিদুল ফকিরকে আটক করেছে।   ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত সাড়ে দশটার দিকে জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্যাগঞ্জ https://youtu.be/AFW8cMXutJ0 ইউনিয়নের একটি গ্রামে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, শহিদুল ফকির মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তার দুই ছেলে-মেয়ে। মেয়েটি সবার বড়।বিসময় সে কিশোরী কন্যার দিকে কু-মতলবে শরীরে হাত দিতো। কিশোরীর মা বিষয়টি বুঝতে পেরে মেয়েকে সম্প্রতি বিয়ে দিয়ে দেন। মেয়েটির স্বামী বিদেশ চলে যাওয়ায় ওই কিশোরী বাবার বাড়িতে চলে আসে। কিন্তু বাবার কু-দৃষ্টির কারণে সে নিজের বাড়ি না থেকে পার্শ্ববর্তী চাচার বাড়িতে থাকতো।   সোমবার রাতে ওই কিশোরীর ভাই অন্যত্র বেড়াতে যাওয়ায় কিশোরীটি তার মায়ের সাথে ঘুমায়। ওই সুযোগে বাবা শহিদুল মেয়েকে ঘরের বারান্দায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। কিশোরীর চিৎকারে ...

সব ঋণ মওকুফ চায় সরকারি চিনিকল

Image
সরকারি চিনিকলগুলোতে প্রতিবছর লোকসান বাড়ছে। উৎপাদন ক্ষমতার অর্ধেকও চিনি উৎপাদন করতে পারছে না চিনিকলগুলো। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) নিয়ন্ত্রণাধীন ১৫টি https://youtu.be/AFW8cMXutJ0 চিনিকলের মধ্যে ১৪টিই লোকসানে। গত অর্থবছরে নিট লোকসান হয়েছে ৮৩৪ কোটি ৩৫ লাখ টাকা। লোকসানের পাশাপাশি করপোরেশনের ব্যাংকঋণ ও দায়দেনার পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৭১০ কোটি টাকা। এখন সংস্থাটির চাওয়া, লোকসান কমাতে ব্যাংকঋণ সুদসহ এককালীন মওকুফ করা হোক। ঋণ মওকুফের জন্য একবার আবেদন করে সাড়া না পেয়ে আবারও আবেদন করার প্রস্তুতি নিচ্ছে তারা। এ ছাড়া বিএসএফআইসি না লাভ না ক্ষতি বা ব্রেক ইভেনে না আসা পর্যন্ত সরকারি রাজস্ব খাত থেকে বেতন দেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন বলেও মনে করে প্রতিষ্ঠানটি। জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটিতে দেওয়া একটি প্রতিবেদনে বিএসএফআইসি এসব তথ্য জানিয়েছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীনে থাকা ১৫টি চিনিকল হচ্ছে পঞ্চগড় সুগার মিলস, ঠাকুরগাঁও সুগার মিলস, সেতাবগঞ্জ সুগার মিলস, শ্যামপুর সুগার মিলস, রংপুর সুগার মিলস, জয়পুরহাট সুগার মিলস, রাজশাহী সুগা...

কক্সবাজারে লবণ উৎপাদনে ৫৮ বছরের রেকর্ড

নৌকায় করে লবণ কক্সবাজারের বদরখালী খালের ঘাটে নেওয়া হচ্ছে। পরে তা কার্গো ট্রলারযোগে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হবে। সম্প্রতি মহেশখালীর নলবিলা গ্রামে। এবার মৌসুম শেষ হওয়ার বেশ কয়েক দিন আগেই লবণ উৎপাদন ১৮ লাখ মেট্রিক টন ছাড়িয়ে গেছে। চলতি মৌসুমে কক্সবাজার জেলায় রেকর্ড পরিমাণ লবণ উৎপাদিত হয়েছে। পরিমাণে তা ১৮ লাখ ২০০ মেট্রিক টন, যা গত ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প https://youtu.be/AFW8cMXutJ0 সংস্থার (বিসিক) সূত্রে জানা গেছে, তীব্র দাবদাহের কারণেই লবণ উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। পুরো মৌসুমে দুই দফায় ঝড়বৃষ্টিতে মাত্র ১২ দিন লবণ উৎপাদন ব্যাহত হয়েছিল। কক্সবাজারে এবার প্রায় ৬০ হাজার একর জমিতে লবণ চাষ হয়েছে। এদিকে মাঠের প্রান্তিক চাষিরা বাম্পার উৎপাদনে খুশি হলেও দাম নিয়ে এখন হতাশ হয়ে পড়েছেন তাঁরা। কারণ, প্রতি মণ দাম লবণের এরই মধ্যে ২৫০ টাকা থেকে কমে ১৮০ টাকায় নেমে এসেছে। চলতি মৌসুমের লবণ চাষ এখন শেষ দিকে রয়েছে। কক্সবাজার জেলা সদরসহ মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ, পেকুয়া, চকরিয়া উপজেলায় এখন প্রতিদিন গড়ে উৎপাদিত হচ্ছে...

রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংকের মুনাফায় বড় ধস

Image
সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ২০১৮ সালে ৩৯২ কোটি টাকা মুনাফা করেছে, যা আগের বছরের ৪ ভাগের ১ ভাগ। রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালীর মুনাফায় বড় ধরনের ধস নেমেছে। ২০১৮ সালে ব্যাংক চারটির সম্মিলিত নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৩৯২ কোটি টাকা, যা আগের বছরের ৪ ভাগের ১ ভাগ। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে মুনাফা কমে যাওয়ার এ চিত্র উঠে আসে। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর সমঝোতা চুক্তি রয়েছে। সে অনুযায়ী তাদের চলতে হয়। গত সপ্তাহে এ নিয়ে ব্যাংক চারটির সঙ্গে সভাও করে বাংলাদেশ ব্যাংক। মুনাফা কমে https://youtu.be/AFW8cMXutJ0 যাওয়ার কারণ, ব্যাংকগুলোতে বড় গ্রাহকদের অনেকে খেলাপি ঋণ পুনঃ তফসিল করেও কিস্তি পরিশোধ করছেন না। ফলে খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে আয় থেকে বিপুল অর্থ সঞ্চিতি বা প্রভিশন রাখতে হচ্ছে। এ ছাড়া এ চার ব্যাংক গ্রাহকদের যে ঋণপত্র, নিশ্চয়তা বা গ্যারান্টির মতো ‘নন ফান্ডেড’ (নগদ টাকার বাইরে দেওয়ার নিশ্চয়তা) সুবিধা দিয়েছিল, তার একাংশও খেলাপি হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে সোনালী ব্যাংকের নিট মুনা...

ক্ষমা করিও পিতা, কৃষক মরিলেই তো লাভ!

Image
যে লোকটি সবার খাদ্য জোগায়, সে-ই থাকে খাদ্যশৃঙ্খলের সবার নিচে। কৃষককে সবাই খায়, শোষণ করে, কিন্তু কৃষক কাউকে শোষণ করতে পারে না। কারণ, তার তলায় ঠকানোর মতো কোনো শ্রেণি নেই। খাদ্য ও খাদকের এ জগতে কৃষক শুধুই উৎপাদক নয়, নিজেও একধরনের খাদ্য। কৃষকের শ্রম খেয়ে জমিদার মোটা হয়েছে, রাজারা মহারাজ হয়েছে। অথচ যে লোকটি সবার খাদ্য https://youtu.be/AFW8cMXutJ0 জোগায়, সে-ই থাকে খাদ্যশৃঙ্খলের সবার নিচে। কৃষককে সবাই খায়, শোষণ করে, কিন্তু কৃষক কাউকে শোষণ করতে পারে না। কারণ, তার তলায় ঠকানোর মতো কোনো শ্রেণি নেই। মাথায় হাত দিয়ে বসে পড়া গ্রামীণ অর্থনীতি উন্নয়নের মহাসড়ক দিয়ে যেতে যেতে আমরা দেখি, রোদ-বৃষ্টিতে জমিতে উবু হয়ে কাজ করে যাচ্ছে একটি-দুটি বা কয়েকজন লোক। তাদের ইবাদত ও প্রার্থনাও ওই মাটিঘেঁষা। এই মাটির পোকারাও কখনো মাথা তোলে: আকালে, বন্যায়, মড়কে বা বিদ্রোহের সময়। গলায় ফাঁস নিলেও তাদের মাথাটা আকাশপানেই তোলা থাকে। বাদবাকি সময় তাকে শুষে খায় জমির মালিক, সারের ডিলার, সেচকলের মালিক, কীটনাশক কোম্পানি, ব্যাংকের কিস্তি, বিদ্যুতের বিল। তবে আখেরি মারটা চালকল মালিকের। ফড়িয়ার কাছে কম দামে ধান বেচতে বাধ্...

এডিপি ২ লাখ কোটি টাকার, সর্বোচ্চ বরাদ্দ পরিবহনে

Image
আগামী অর্থবছরের জন্য ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকার এডিপি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। এনইসি সম্মেলন কক্ষ, শেরেবাংলা নগর, ঢাকা, ২১ মে। ছবি: পিআইডি জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) আগামী ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে। একই সঙ্গে স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের প্রায় ১২ হাজার ৩৯৩ কোটি টাকার এডিপিও অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর https://youtu.be/AFW8cMXutJ0 শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে এনইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফ করেন। পরিকল্পনা মন্ত্রী জানান, চলতি অর্থবছরের মূল এডিপিতে বরাদ্দ রয়েছে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা। সেই তুলনায় নতুন অর্থবছরের এডিপির আকার বাড়ছে ১৭ দশমিক ১৮ শতাংশ। আর সংশোধিত এডিপির তুলনায় নতুন এডিপিতে বরাদ্দ বাড়ছে ২১ দশমিক ৩৯ শতাংশ। নতুন এডিপিতে পদ্মা সেতু ও পদ্মা সেতুতে রেলসংযোগসহ অন্যান্য গুরুত্ব বিবেচনায় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন খাতে। এ ছাড়া ম...

ধানের দাম নাই: জাগো বাহে কোনঠে সবায়

Image
ধানের দাম কম। সে তুলনায় কৃষিশ্রমিকের মজুরি বেশি। তাই কৃষক আবদুল মালেক সিকদার রাগে-ক্ষোভে নিজের পাকা ধানে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন। বানকিনা গ্রাম, কালিহাতী উপজেলা, টাঙ্গাইল, ১২ মে। কুড়িগ্রামের এক কৃষক বাপ অনেক হাউস করে তাঁর ছেলেকে শহরের কলেজে পাঠিয়েছিলেন। দল না করায় কলেজের ছাত্রাবাসে তার ঠাঁই হয়নি। মেসে থাকতে হয় তাকে। মেসে খরচ বেশি, নিরাপত্তা কম। কৃষক বাবা তাতেও https://youtu.be/AFW8cMXutJ0 রাজি ছিলেন। ছেলের মাথা আছে, পড়াশোনা করুক। সাধারণভাবে চলে ছেলে। তাতেও মাসে লাগে চার হাজার। এত দিন কষ্টেশিষ্টে ভেঙে ভেঙে মাসে হাজার চারেক পাঠাতেন বাপ। এ মাসে সাকল্যে এক হাজার টাকা পাঠিয়ে মাফ চেয়েছেন কৃষক বাপ। যেন তাঁর অপরাধ, তাই মাফ চান অপরাধী! বাপ কখন ছেলের কাছে মাফ চান? ধানের দাম পড়ে গেলে আর শ্রমের মজুরি না পেলে অসহায় বাপদের অপরাধী হওয়া ছাড়া আর উপায় কী? এদিকে টাঙ্গাইলে আরেক দিশেহারা কৃষক ধানের দাম না পেয়ে রাগে-দুঃখে নিজের পাকা ধানখেতে নিজেই আগুন ধরিয়ে দিয়েছেন। ১২ মে দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা গ্রামের কৃষক আবদুল মালেক সিকদারের খেতে আগুন দেওয়ার সে ছবি ...

খালেদা জিয়াকে রাখা হবে কেরানীগঞ্জের কারাগারে: স্বরাষ্ট্রমন্ত্রী

Image
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়াকে রাখা হবে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে। এই কারাগারে নারী বন্দীদের যেখানে https://youtu.be/AFW8cMXutJ0 রাখা হয় সেখানেই তাঁকে রাখা হবে। খালেদা জিয়া এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আছেন। সেখান থেকে চিকিৎসা শেষে তাঁকে কেরানীগঞ্জের কারাগারে নেওয়া হবে। দুর্নীতির মামলায় সাজার রায় হওয়ার পর থেকেই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে রাখা হয়।   আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে তাঁর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, হাসপাতালে চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে। মন্ত্রী বলেন, কেরানীগঞ্জের কারাগারে এতদিন নারী বন্দীদের রাখার জায়গা প্রস্তুত ছিল না। এখন তৈরি হয়েছে। এখন বিএনপির চেয়ারপারসনকে সেখানেই রাখা হবে।

ছাত্রলীগের তাঁরা পদবঞ্চিত হলেও মারবঞ্চিত হননি!

Image
ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর পদবঞ্চিতদের ওপর হামলায় আহত কয়েকজন। গতকাল রাতে মধুর ক্যানটিনে। গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পরপর ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা থাকলেও কখনোই সময়মতো সম্মেলন হয় না। ছাত্রলীগের https://youtu.be/AFW8cMXutJ0 আগের সম্মেলনটি হয়েছিল তিন বছর আগে। সম্মেলনের মাধ্যমে আগের কমিটির নেতারা বিদায় নিলেও নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করতে আড়াই মাস লেগেছিল। গত বছরের ১১ ও ১২ মে ছাত্রলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। তারও ১০ মাস পর ঘোষণা হলো পূর্ণাঙ্গ কমিটি। আর এই কমিটি ঘোষণার পর ছাত্রলীগের গণতন্ত্রচর্চার একটি নতুন নমুনা পাওয়া গেল, যা এই বাংলাদেশ আগে ঘটেছে বলে মনে হয় না। ছাত্রলীগ নিজেকে খুব গতিশীল ও গণতান্ত্রিক সংগঠন বলে দাবি করে। কিন্তু সেই গণতান্ত্রিক সংগঠনের কমিটি গঠন নিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যা ঘটল, তা অত্যন্ত ন্যক্কারজনক। যেকোনো কমিটি হলে কেউ পদবঞ্চিত এবং কেউ পদপ্রাপ্ত হবেন। সাধারণত পদবঞ্চিতরা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করেন, প্রতিপক্ষকে আক্রমণ করেন। কিন্তু এখানে ঘটেছে উল্টোটা। পদপ্রাপ্তরাই পদবঞ্চিতদের ওপর ঝাঁপিয়ে পড়েছেন। তাঁদের ...