রমজানে বাজার তদারকিতে ৮টি টিম মাঠে থাকবে
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাজধানীতে মাঠে থাকবে ৮টি টিম (ফাইল ছবি)
রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাজধানীতে ৮টি টিম মাঠে থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এরমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ৪টি ও টিসিবির অধীনে চারটি টিম বাজারে নজরদারি করবে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতও বাজার তদারকি করবে।সোমবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সঙ্গে এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। বৈঠকে অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরীর নেতৃত্বে টিভি মালিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা এবার কঠোর হব। কোনোভাবেই দ্রব্যমূল্য বাড়তে দেওয়া হবে না। তিনি বলেন, রমজান হচ্ছে সিয়াম সাধনা ও আত্মনিয়ন্ত্রণের মাস। বিশ্বের প্রায় সব দেশেই রমজান সামনে রেখে দ্রব্যমূল্য কমে আসে। অথচ বাংলাদেশেই এর ব্যতিক্রম। কিন্তু এবার আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করব।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী বছর জুনের মধ্যে কেবল নেটওয়ার্ক ডিজিটালাইজড করা হবে। এছাড়া খুব শিগগির বাংলাদেশি বেসরকারি চ্যানেলগুলোর সিরিয়াল দেওয়া হবে।
বাজার পর্যবেক্ষণে সেল খুলেছে বাণিজ্য মন্ত্রণালয় রমজান উপলক্ষে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য পর্যবেক্ষণের জন্য মনিটরিং সেল খুলেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাজারে যেকোনও পণ্যের মূল্যবৃদ্ধি সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য এই সেলে যোগাযোগ করতে বলা হয়েছে। সেলের ফোন নম্বরগুলো হচ্ছে- ৯৫৪৯১৩৩, ০১৭১২১৬৮৯১৭, ৯৫১৫৩৪৪ ও ০১৯৮৭৭৮৭২০৯।
Comments
Post a Comment