ছাদকৃষি ভালো তবে আছে কিছু ঝুঁকি
চট্টগ্রামের একটি ছাদবাগান। কখনো কখনো মানুষের সৃষ্ট বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগের চেয়ে আরও বেশি ভয়াবহ হতে দেখা যায়। সামাজিক অজ্ঞতা, অসাবধানতা, অনুপযুক্ত কৌশল এবং সঠিক কারিগরি দক্ষতার অভাবে দেশকে গত কয়েক দশকে বেশ কিছু জাতীয় দুর্যোগের সম্মুখীন হতে হয়েছে, যা যথাযথ সঠিক ব্যবস্থার মাধ্যমে প্রতিরোধ করা যেত। ছাদ থেকে পানি নিষ্কাশন পথটি বন্ধ হয়ে গিয়ে বৃষ্টির পানি ছাদে জমার কারণে ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের টিভিকক্ষের ছাদ ধসের ঘটনায় ৩৯ জনকে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল। অপর্যাপ্ত নিরাপত্তার কারণে ২০১২ সালে তাজরীন ফ্যাশন গার্মেন্টসে <script data-ad-client="ca-pub-3414760795765552" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১১৭ জনের প্রাণহানি ঘটে। ২০১৩ সালে অনুপযুক্ত নকশা ও নির্মাণকৌশলের ফলে রানা প্লাজা ধসে গিয়ে ১ হাজার ১৩৪ জনের প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটে। এগুলো আমাদের দেশের জীবনের কয়েকটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক ঘটনামাত্র। সময়োপযোগী সতর্কবাণী, সঠিক ও অভিজ্ঞ কারিগ...