ছেলেটি আমার স্বামী নয়, প্রেমিক: চমক

বিয়ের তথ্য গোপনের জন্য জান্নাতুল নাঈম এভ্রিলের খেতাব বাতিল করে মঙ্গলবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ মুকুট পরানো হয় প্রতিযোগিতার প্রথম
রানার আপ জেসিয়া ইসলামকে। প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন দ্বিতীয় রানার জান্নাতুল সুমাইয়া হিমিও।
সেই সুবাদে প্রতিযোগিতার দ্বিতীয় রানার আপ হওয়া চমককে নিয়ে আলোচনা চলছে ফেইসবুকে। তিনিও বিবাহিতা বলে জোর আলোচনার মধ্যে এ বিষয়ে গ্লিটজকে বিস্তারিতhttps://www.youtube.com/channel/UCmbMAry774-xk67InKUwq-Q বলেছেন এই তরুণী।
গ্লিটজ: দ্বিতীয় রানার আপ হিসেবে আপনার নাম ঘোষণা করা হয়েছে। অনুভূতি কেমন?
রুকাইয়া জাহান চমক: প্রথমবার ঘোষিত ফলাফলে টপ থ্রি’র মধ্যে ছিলাম না। সেটি সন্তোষজনক ছিল না আমার কাছে। অথচ অনেকে ভেবেছিল, আমি অথবা হিমি-দুজনের মধ্যে কেউ একজন প্রথম হবে। সেটা হয়নি। তবে দ্বিতীয়বার ঘোষিত ফলাফলে হঠাৎ করেই দ্বিতীয় রানার আপ হিসেবে আমার নাম ঘোষণা করা হয়। এটা মেনে নিয়েছি। আসলে উপরে উঠতে চাইলে ভাগ্যটা থাকা দরকার।
গ্লিটজ: আপনি কেন ভাবছেন, আপনার প্রথম হওয়ার যোগ্যতা ছিল?
চমকের ফেইসবুকে থেকে নেওয়া
চমকের ফেইসবুকে থেকে নেওয়া
রুকাইয়া জাহান চমক: স্বপন চৌধুরী বিচারকদের যে চিরকুট দিয়েছিলেন সেখানে আমার নামটা প্রথমে ছিল। সেখানে বলা হয়েছিল, চমক ভালো করেছে। এভ্রিল সেকেন্ড ছিল। আর আয়োজক থেকে শুরু করে স্টাফরা অবধি আমাকে প্রথম হিসেবে পছন্দ করেছিল। আশপাশের মানুষরাও বলছিল, হিমি অথবা চমক-এদের মধ্যেই কেউ প্রথম হবে।
গ্লিটজ: কিন্তু হতে পারেননি। কী কারণ মনে করছেন?
রুকাইয়া জাহান চমক: কারণটা ঠিক জানি না। তবে একটা বিষয় বলতে পারি, দেড় মাস ধরে আমাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিচারকরা আমাদের দেখভাল করেছেন। কার মধ্যে কী গুণ আছে সেটা দেখেছেন। কিন্তু মূল আয়োজনের বিচারকরা মাত্র ১০ মিনিট আমাদের পর্যবেক্ষণের সুযোগ পেয়েছে। ১০ মিনিটে একজন মানুষকে কীভাবে জানা যায়? আসলে অল্প সময়ে জাজমেন্টটা পারফেক্ট হয়নি। আর যারা পারফেক্টলি জাজমেন্ট করতে পারে তাদেরই আনার দরকার ছিল।
বিচারক শম্পা রেজা আমাকে বলেছিলেন, তোমার উচ্চতা কম। কিন্তু ১৯৬৩ সালে মিস ওয়ার্ল্ড জামাইকা ছিলেন ৫ ফুট ১ ইঞ্চি। মিস ওয়ার্ল্ড চেয়ারম্যান জুলিয়া মোরল্যে বলেছেন,  ৫ ফুট ১ ইঞ্চির উপর হলেই তাকে নেওয়া যাবে। সেক্ষত্রে আমার উচ্চতা নিয়ে সমস্যা হওয়ার কথা না। এখানকার বিষয়টা এমন হয়েছে, আমি যদি ৫ ফুট ৮ ইঞ্চি হতাম তাহলে অনায়াসেই দ্বিতীয় হয়ে যেতাম। কার কী যোগ্যতা আছে তার চেয়ে উচ্চতাটাই বেশি গুরুত্বপূর্ণ করে তোলা হয়েছে।
গ্লিটজ: অপর প্রতিযোগী জান্নাতুল সুমাইয়া হিমি অভিযোগ তুলেছেন, তিনি ন্যায়বিচার পাননি। সেক্ষেত্রে আপনার বক্তব্য কী?
চমকের ফেইসবুকে থেকে নেওয়া
চমকের ফেইসবুকে থেকে নেওয়া
রুকাইয়া জাহান চমক: আসলেই হিমির সঙ্গে পারফেক্ট আচরণ করা হয়নি। ওর প্রথম হওয়ার যোগ্যতা ছিল। তবে আমি বলব, আয়োজকদের এক্ষেত্রে কোনো ভুল নেই। বিচারকরা জাজদের ১০ মিনিটে কীভাবে পারফেক্ট জাজমেন্ট করবে?
গ্লিটজ: প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন কেন?
রুকাইয়া জাহান চমক: আমি মেডিকেলের শিক্ষার্থী। অনেক আগে থেকেই সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম। ১৪টি শিশুকে নিয়ে কাজ করছি। আমার পড়াশোনার সঙ্গে এই কাজটা যায়। আর ‘মিস ওয়ার্ল্ডে’ও কিন্তু সামাজিক কর্মকাণ্ডগুলোকে উৎসাহিত করা হয়। সে কারণেই রেজিস্ট্রেশন করেছিলাম। মডেল হওয়ার জন্য না। মডেল হতে চাইলে লাক্স-চ্যানেলআই সুপারস্টার প্রতিযোগিতায় নাম লেখাতাম। বাচ্চাদের নিয়ে কাজ করব বলেই ‘মিস ওয়ার্ল্ডে’ নাম লিখিয়েছি।
গ্লিটজ: ফেইসবুকে রটেছে, আপনি বিয়ে করেছেন। বিষয়টি নিয়ে আপনার বক্তব্য কী?
রুকাইয়া জাহান চমক: ছেলেটি আমার স্বামী নয়, প্রেমিক। সে নিজেও স্ট্যাটাসে জানিয়েছে, আমি তার প্রেমিকা। কেউ কি আমাদের বিয়ের ছবি, কাবিননামার ছবি কোথাও দেখাতে পেরেছে? পোস্টটি তো অনেক আগে থেকেই ছিল। তাহলে ফলাফল বের হওয়ার পর কেন সেটি নিয়ে আলোচনা? অথেনটিক কোনো প্রমাণ নেই। আর আমি তো বলিনি, ছেলেটাকে চিনি না। তাহলে এটি নিয়ে সমালোচনার কী আছে? আমার মনে হয় প্রতিযোগিতার কিছু প্রতিযোগী এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়াচ্ছে।
চমকের ফেইসবুকে থেকে নেওয়া
চমকের ফেইসবুকে থেকে নেওয়া
গ্লিটজ: কিন্তু একটি স্ক্রিনশটে দেখা গেছে, কবির নামে সেই তরুণ ফেইসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন, আপনি তার স্ত্রী।
রুকাইয়া জাহান চমক: হ্যাঁ, ওটা অনেক আগে পোস্ট করা। পোস্টটি করার কারণটা বলছি, তখন বেশ কিছু ছেলে খুব বিরক্ত করত আমাকে। ওরা যাতে আমাকে বিরক্ত না করে সেকারণেই ওই পোস্টটি দিয়েছিল। এটা জানানোর জন্য যে, আমার স্বামী আছে, কেউ যেন বিরক্ত না করে। আসলে এখনও আমরা বিয়ে করিনি। পড়াশোনা শেষ করে বিয়ের কমিটমেন্ট করেছিলাম আমরা। অনেকে ফেইসবুকে ফেইক নিউজটি ছড়াচ্ছে। আমার সঙ্গে কথা না বলেই অনেকে নিউজটি করছে। এটা কাম্য নয়। এমনকি বিষয়টি নিয়ে আয়োজকদের যে বক্তব্য প্রচার হচ্ছে, সেটিরও কোনো ভিত্তি নেই।
গ্লিটজ: আয়োজকদের সঙ্গে আপনার কী কথা হয়েছে?
রুকাইয়া জাহান চমক: প্রেস কনফারেন্সের দিন আমি বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। তারাই ভেরিফাই করেছে, আমাদের বিয়ে হয়নি। বলা হচ্ছে, বিবাহিত বলেই আমাকে যৌথভাবে দ্বিতীয় রানার আপ করা হয়েছে, এটিও ভুল তথ্য।
গ্লিটজ: সামনের পরিকল্পনা কী আপনার?
রুকাইয়া জাহান চমক: এমবিবিএসটা শেষ করব। বছর দুয়েক লাগবে শেষ হতে। ইচ্ছা আছে, একটি হাসপাতাল করব। সেখানে বিনা পয়সায় চিকিৎসা সেবা দেব।

Comments

Popular posts from this blog

দেশে আপওয়ার্ক বন্ধ নিয়ে বিতর্ক

সরাইলে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘ভারত-বাংলাদেশ মৈত্রী কালীকচ্ছ সম্মিলনী’