প্রেমের টানে চাচীকে নিয়ে ভাতিজার পলায়ন
জল্লা গ্রামের স্ত্রীর পরকিয়ার জের ধরে স্বামী আত্মহত্যা রেশ কাটতে না কাটতেই এবার ভাতিজার সাথে পালিয়েছে
দুই সন্তানের জননী এক চাচী।লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে পরকিয়ার টানে দুই সন্তানের জননী চাচীকে নিয়ে ভাতিজা উধাও হওয়ার ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক তোলপাড় শুরু করে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, একই গ্রামের প্রবাসী আমিন মিয়ার চাচাতো ভাইরের ছেলে সুজন মাহমুদ(২৬) ও তার স্ত্রী দুই সন্তানের জননী
তাছলিমা আক্তার(৩২)পরকীয়ার নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পরে। এরই ধারাবাহিকতায় দুইজন অজানার উদ্দ্যেশে পাড়ি জমিয়েছে।
পারিবারিক সম্পর্কে আমিন মিয়ার চাচাতো ভাইয়ের ছেলে সুজন মাহমুদ ও তাছলিমা সম্পর্কে চাচি ভাতিজা হয়।
অন্য এক সুত্র জানায়, তাছলিমা আক্তার স্বামীর পাঠানো টাকা ও স্বর্নালংকার নিয়ে নিজের থেকে ৬ বছরের কম বয়সী অবিবাহিত ভাতিজাকে নিয়ে চম্পট দেয়ায় তার দুই ছেলের ভবিষ্যত জীবনে অনিশ্চয়তা দেখা দেবে বলে মনে করছেন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে মুঠোফোনে কথা হয় সুজনের সাথে। চাচিকে নিয়ে পালানোর উদ্দ্যেশ্য কেন এ প্রশ্নের জবাবে সে জানায়,
হুম আমি তাকে ভালবাসি সেও আমাকে ভালবাসে। আমরা উভয়ে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে তিন মাস আগে কোর্টে গিয়ে বিয়ে করেছি।
দুই সন্তানের ভবিষ্যত নষ্ট করার অধিকার আছে কি আপনার এ প্রশ্নে সে জানায়, আমি পরিস্থিতির স্বীকার।
Comments
Post a Comment