নাসিরনগরে সামাজিক সম্প্রীতি ফিরিয়ে আনতে গানের আসর


ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনতে অনুষ্ঠিত হল বাউল গানের
আসর। রাত ৯ টা থেকে শুরু করে মধ্যরাত প্রায় দেড়টা পর্যন্ত চলে এ আসর। এতে স্থানীয় বিভিন্ন বাউল শিল্পীরা তাদের গান পরিবেশন করেন। গত বৃহস্পতিবার রাতে নাসিরনগর উপজেলাবাসীর আয়োজনে নাসিরপুর হরিমন্দিরে এ বাউল গান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান(পিপিএম)।herbeauty.coনাসিরপুরহরিমন্দিরের সভাপতি বিভূতিভূষণ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাসিরনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন,
সহকারী পুলিশ সুপার মো. আব্দুল করিম, হরিমন্দিরের সাধারণ সম্পাদক তপন রায় চৌধূরী, নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি সুজিত চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আদেশ চন্ত্র দেব প্রমুখ। এছাড়াও বিভিন্ন এলাকার মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের দুই সহস্রাধিক দর্শক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৯ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাসের ফেসবুক অ্যাকাউন্টে পবিত্র কাবা শরিফের উপর মূর্তি স্থাপন করা একটি ছবি পোস্ট দেয়া হয়। এ ঘটনার জের ধরে ৩০ অক্টোবর উপজেলা সদরে হিন্দুদের ১৫টি মন্দির ও শতাধিক ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। এর পর আরো কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। নাসিরনগরে এ সম্প্রীতির সংকটে সারা দেশে এ ঘটনায় প্রতিবাদের ঝাড় ওঠে।

Comments

Popular posts from this blog

দেশে আপওয়ার্ক বন্ধ নিয়ে বিতর্ক

সরাইলে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘ভারত-বাংলাদেশ মৈত্রী কালীকচ্ছ সম্মিলনী’