চিটাগাংকে শেষ চারে থাকা কঠিন করে দিল ঢাকা


বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে চিটাগাংকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। চিটাগাংয়ের দেয়া ১৩৫
রানের টার্গেট ১০ বল বাকি থাকতেই মাত্র ৪ উইকেট হারিয়ে টপকে যায় ঢাকা। এই পরাজয়ে শেষ চারে থাকা কঠিন হয়ে গেল চিটাগাংয়ের জন্যব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চিটাগাংয়ের। মাত্র ১ রান করে আন্দ্রে রাসেলের বলে আউট হন ব্যাটিং দানব ক্রিস গেইল।
দ্রুতই ফিরে যান আনামুল হক বিজয়। রন্সফোর্ড বোটেনের বলে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন বিজয়। ব্যক্তিগত ৬ রান করে ব্রাভোর বলে জহুরুল ইসলাম অমি আউট হলে চাপে পড়ে চিটাগাং।
দলের রান তখন ৭ দশমিক ৪ ওভারে ৩৩। সেখান থেকে দলকে টেনে তোলেন চিটাগাংয়ের অধিনায়ক তামিম ইকবাল এবং দলের পাকিস্তানি ব্যাটসম্যান শোয়েব মালিক।
তাদের জুটিতে আসে ৮৬ রান। এই জুটি ভাঙেন বেটন। শোয়েব মালিককে ব্যক্তিগত ৩৩ রানে সাজঘরে পাঠান তিনি। ২৫ বলে ৩৩ রান করেন শোয়েব মালিক।
পরের ওভারেই ৭৪ করা তামিমকে ফেরান ডুয়েন ব্রাভো। ৫৯ বলে ৩ ছক্কা ও ৬ চারের সাহায্যে এই রান করেন তামিম। ওই ওভারেই ০ রান করা মোহাম্মদ নবীকে আউট করেন ব্রাভো।
তামিম ও শোয়েব মালিকের জুটিতে মনে হয়েছিল বড় সংগ্রহ করতে পারবে চিটাগাং। কিন্তু এই জুটি ভাঙার পর চিটাগাংয়ের ব্যাটসম্যানরাও বড় স্কোর গড়তে ব্যর্থ হন।
শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে চিটাগাং ভাইকিংস।
জবাব দিতে নেমে ঢাকার শুরুটা ভালো না হলেও লম্বা ব্যাটিং লাইন আপের কাছেই পরাজিত হয় চিটাগাং। মাত্র ১০ রানের মাথায় ব্যক্তিগত ৯ রান করে আউট হন মেহেদী মারুফ। মোহাম্মদ নবীর বলে আউট হন তিনি।
নাসির হোসেন ব্যাট হাতে ঝড় তোলার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ৬ বলে ১৩ রান করে ইমরান খান জুনিয়রের বলে আউট হন নাসির।
মোসাদ্দেকও ব্যাট হাতে ব্যর্থ। তিনি ৯ রান করে শোয়েব মালিকের বলে সাজঘরে ফেরেন। এরপর দারুণ খেলতে থাকা কুমার সাঙ্গাকারা ৩৫ রান করে রান আউটের শিকার হন।
তবে আন্দ্রে রাসেল এবং আলাউদ্দিন বাবুর ঝড়ো ব্যাটে সহজেই জয় পায় ঢাকা। রাসেল ৩১ এবং বাবু ৩৩ রান করে অপরাজিত থাকেন।

Comments

Popular posts from this blog

দেশে আপওয়ার্ক বন্ধ নিয়ে বিতর্ক

সরাইলে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘ভারত-বাংলাদেশ মৈত্রী কালীকচ্ছ সম্মিলনী’