বাংলা‌দেশ রেড ক্রি‌সেন্ট সোসাই‌টি বি‌ভিন্ন প্রাকৃ‌তিক ও মানবসৃষ্ট দু‌র্যোগ-পূর্ব ও দু‌র্যোগ পরবর্তী দুঃস্ত ও বিপন্ন মানু‌ষের পা‌শে থে‌কে আর্তমানবতার কল্যা‌নে অবদান রে‌খে যা‌চ্ছে।

বাংলা‌দেশ রেড ক্রি‌সেন্ট সোসাই‌টি বি‌ভিন্ন প্রাকৃ‌তিক ও মানবসৃষ্ট দু‌র্যোগ-পূর্ব ও দু‌র্যোগ পরবর্তী দুঃস্ত ও বিপন্ন মানু‌ষের পা‌শে থে‌কে আর্তমানবতার কল্যা‌নে অবদান রে‌খে যা‌চ্ছে। তাছাড়া সোসাই‌টি তা‌দের বহুমু‌খী সেবা ও সৃ‌ষ্টিশীল কার্যক্র‌মের মাধ্য‌মে আর্থসামা‌জিক উন্নয়ন ও মানবসেবায় অগ্রনী ভূ‌মিকা পালন কর‌ছে, সাপ্তা‌হিক অগ্রধাপ প্র‌ত্রিকায় এক সাক্ষাতকা‌রে
এই কথা ব‌লেন বাংলা‌দেশ রেড ক্রি‌সেন্ট সোসাই‌টির ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা ইউ‌নিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: জা‌হেদুল হক।বাংলা‌দেশ রেড ক্রি‌সেন্ট সোসাই‌টির নি‌র্দে‌শে ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা ইউ‌নিট আর্তমানবতা সেবায় বি‌ভিন্ন কর্মসূ‌চি পালন ক‌রে থা‌কে। তা‌দের ম‌ধ্যে উ‌ল্লেখ‌যোগ্য হ‌চ্ছে, সমাজ ভি‌ত্তিক দু‌র্যোগ মোকা‌বেলা, ত্রান কার্যক্রম, রক্ত কর্মসূ‌চি, ইউ‌নিট এ্যা‌ফেয়ার্স, যুব ও সেচ্ছা‌সেবক কার্যক্রম, অনুসন্ধান কার্যক্রম, স্বাস্থ সেবা কার্যক্রম ইত্যা‌দি। সোসাই‌টির ইউ‌নিট এফ্যায়া‌র্স বিভা‌গের উ‌দ্যো‌গে আমর‌া আমা‌দের ইউ‌নি‌টের মা‌সিক প্র‌তি‌বেদন ও অনুপ‌স্থি‌তির বিবরন প্রেরন করায় ইউ‌নি‌টের কাযক্রম স্বচ্ছতা,জবাব‌দিহীতা,ও গতিশীলতা বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে এবং ত‌থ্যের আদান প্রদ‌ান নি‌শ্চিত হ‌য়ে‌ছে। সোসাই‌টির সহ‌শিক্ষা কার্যক্র‌মের আওতায় অর্থ সংগ্রহ, শিক্ষা প্র‌তিষ্ঠা‌নে যুব রেড ক্রি‌সেন্ট দল গঠন ও বি‌ভিন্ন প্র‌শিক্ষন কার্যক্রম চলমান র‌য়ে‌ছে। এ প্র‌ক্রিয়ায় আমা‌দের জেলার ৩৬৫ টি শিক্ষা প্র‌তিষ্ঠান রেড ক্রি‌সেন্ট আ‌ন্দোল‌নের সা‌থে সম্পৃক্ত করা সম্ভব হ‌য়ে‌ছে। সোসাই‌টি তার কার্যক্র‌মের সা‌থে সম্পৃক্ততা রে‌খে সরকা‌রের সহ‌যো‌গী সংস্থা হি‌সে‌বে‌ বি‌ভিন্ন জা‌তীয় ও আর্ন্তজা‌তিক দিবস উদযাপন সহ অন্যান্য মান‌বিক কার্যক্রম পালন কর‌ছে। ২০১৬ সা‌লে নির্বা‌চিত হওয়ার পর থে‌কে এই পর্যন্ত মুমূর্ষ রোগী‌কে ম্যান টু ম্যান প্র‌ক্রিয়ায় ৫০ ব্যাগ রক্ত প্রদান করা হ‌য়ে‌ছে। জানুয়ারীর শে‌ষের দি‌কে অসহায় শীতার্ত‌দের মা‌ঝে ১৩০০ কম্বল বিতরন করা হ‌য়ে‌ছে। অনুসন্ধান কার্যক্র‌মের আওতায় দে‌শের বা‌হি‌রে কেউ আটক হ‌য়ে জে‌লে থা‌কেন তাহ‌লে নাম প‌রিচয় নিয়ে তার প‌রিবার‌কে জানা‌নো হয়। এই পর্যন্ত ব্রাহ্মণব‌া‌ড়িয়া‌তে ২০ জন লো‌কের খবরাখবর তা‌দের প‌রিবার‌কে জানা‌নো হ‌য়ে‌ছে। এছাড়াও মা ও শিশু স্বাস্থ সেবা উন্নয়‌নের জন্য 'মাতৃ মঙ্গল' না‌মে প্র‌তিষ্ঠান প্রস্তা‌বিত আ‌ছে। ৯৫২৭ জন আজীবন সদস্যপদ নি‌য়ে অ‌ার্তমানবতা সেবায় ব্রাহ্মনবা‌ড়িয়া জেলা‌কে এক‌টি রোল ম‌ডেল কর‌তে ব্রাহ্মণবা‌ড়িয়াবাসী‌দের দোয়া ও সহ‌যো‌গিতা কামনা কর‌ছি।

Comments

Popular posts from this blog

দেশে আপওয়ার্ক বন্ধ নিয়ে বিতর্ক

সরাইলে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘ভারত-বাংলাদেশ মৈত্রী কালীকচ্ছ সম্মিলনী’