আখাউড়ায় ফেন্সিডিলসহ জেলা ছাত্রলীগ নেতা আটক


আখাউড়ায় ফেন্সিডিলসহ আশিকুর রহমান জুয়েল নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানরা। জুয়েল ব্রাক্ষণবাড়িয়া জেলা
ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক বলে বিজিবি জানায়। এ সময় তার বন্ধু শরীফ মিয়াকে আটক করা হয়। বুধবার দুপুরে আখাউড়া উপজেলার সীমান্তঘেষা বাউতলার ২০-৪এস সীমান্ত পিলার এলাকা থেকে আখাউড়া কোম্পানী সদরের টহলরত বিজিবি জওয়ানরা তাদের আটক করে। আটটককৃত ছাত্রলীগ নেতা জুয়েল ব্রাক্ষণবাড়িয়া পৌরশহরের বিরাশার গ্রামের বেলাল মিয়ার ছেলে। শরীফ নাসিরনগর উপজেলার রফিক মিয়ার ছেলে বলে জানাগেছে।
আখাউড়া কোম্পানী সদরের কমান্ডার মো.জোনাব আলী  জানান, উপজেলার বাউতলা সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। সীমান্ত এলাকায় বিজিবির টহলপার্টির অভিযানে দু’জনকে একটি মটর সাইকেলসহ আটক করে। পরে তাদের দেহ তল্লাসী করে ৪বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক মামলায় তাদেরকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

Comments

Popular posts from this blog

দেশে আপওয়ার্ক বন্ধ নিয়ে বিতর্ক

সরাইলে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘ভারত-বাংলাদেশ মৈত্রী কালীকচ্ছ সম্মিলনী’