অ‌ভিভাবক সমা‌বেশ এবং মিলাদ ও দোয়া মাহ‌ফি‌লের আ‌য়োজন ক‌রেন ব্রাহ্মণবা‌ড়িয়া মর্ডান স্কুল কর্তৃপক্ষ

শিক্ষা জা‌তির মেরুদন্ড। যে জা‌তি যত বে‌শি শিক্ষ‌িত সে জা‌তি তত বে‌শি উন্নত আর শি‌ক্ষিত সমাজ গ‌ড়ে তোল‌তেই (২৩ শে অ‌ক্টোবর) র‌বিবার অ‌ভিভাবক সমা‌বেশ এবং মিলাদ ও দোয়া মাহ‌ফি‌লের আ‌য়োজন ক‌রেন ব্রাহ্মণবা‌ড়িয়া মর্ডান স্কুল কর্তৃপক্ষ। প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে
উপ‌স্থিত ছি‌লেন ব্রাহ্মণবা‌ড়িয়া সরকা‌রি ক‌লে‌জের সা‌বেক প্র‌ফেসর জনাব মু. মু‌জিবুর রহমান। তি‌নি ব‌লেন অ‌ভিভাবক‌দের স‌চেতনত‌ায় ছাত্রছাত্রী‌দের শিক্ষার মান উন্নয়‌নের মূখ্য ভু‌মিকা পালন ক‌রে থা‌কে। অ‌ভিভাবকগন তা‌দের ছে‌লে‌মে‌য়ের ব্যপা‌রে স‌চেতন থাক‌তে হ‌বে। আর আমরা যথাসাধ্য চেষ্টা কর‌ছি অত্র এলাকার ছে‌লে‌মে‌য়ে‌দের সু‌শিক্ষায় শি‌ক্ষিত ক‌রে গ‌ড়ে তোল‌তে। শিক্ষার্থীর সু‌বিধা‌র্থে আমরা স্কু‌লের ভিত‌রে ক্যা‌ন্টি‌নের ব্যবস্থা ক‌রে‌ছি, অ‌ভিভাবকগ‌নের বিশ্রামাগার ক‌রে‌ছি, ইন‌ডোর খেলার ব্যবস্থা ক‌রে‌ছি। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সাপ্তা‌হিক অগ্রধাপ প‌ত্রিকার সম্পাদক জনাব মো: শেখ ফ‌রিদ। তি‌নি ব‌লেন এই সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়‌নে বহু‌বিধ কাজ ক‌রে যা‌চ্ছেন। ত‌বে অামরা বি‌ভিন্ন পত্রপ‌ত্রিকা ও টি‌বি চ্যা‌নে‌লের মাধ্য‌মে দেখতে পায় শিক্ষ‌ক দ্বারা ছাত্রছাত্রীরা লা‌ঞ্চিত হয়, অত্যাচা‌রিত হয়, ধর্ষ‌নেরও শিকার হয়। শিক্ষ‌কের পেশা এক‌টি মহান পেশা। এই পেশা‌কে আপনারা কল‌ঙ্কিত কর‌বেন না। আ‌মি আপনা‌দের সকল শিক্ষক‌দের কা‌ছে অনু‌রোধ কর‌ছি আপনারা এই সব কাজ করা থে‌কে বিরত থাকুন। এই সময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, জনাব সা‌রোয়ার অালম খান, ব্যবস্থাপনা প‌রিচালক, জনাব হা‌ুবিবুল্লাাহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, জনাব নিজাম উ‌দ্দিন নির্বাহী সদস্য, জনাব শেখ মুকসুদ অালী, জনাব হাজী মো: ফ‌রিদ অাহ‌ম্মেদ প্রমুখ। অনুষ্ঠান প‌রিচালনা ক‌রেন জান্নাত ক‌বির ইনা।

Comments

Popular posts from this blog

দেশে আপওয়ার্ক বন্ধ নিয়ে বিতর্ক

সরাইলে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘ভারত-বাংলাদেশ মৈত্রী কালীকচ্ছ সম্মিলনী’