ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধ-বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম বলেছেন, তিনি যদি জামায়াতের সঙ্গ ছাড়েন তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের বিষয়টি বিবেচনা করবেন। জামায়াতের সঙ্গ ত্যাগ না করলে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহান বিষয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের উদ্যোগে শহেরর ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সপ্তাহব্যাপী এ বিজয় মেলার উদ্বোধন করা হয়। তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঠিক তখনই খালেদা জিয়া ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বলেছিলেন, বাংলাদেশটা আমাদের সকলের, আপনি যে মন্ত্রণালয় চান আপনাকে সেই মন্ত্রণালয় দেয়া হবে। তিনি (খালেদা জিয়া) সেই আহ্বানে সাড়া না দিয়ে হরতাল-অবরোধ ডাকলেন। কিন্তু তার সেই হরতাল-অবরোধে সাধারণ মানুষ কোনো সাড়া দেননি। তিনি বলেন, এখন খালেদা জিয়া বলছেন তাক...